রাজধানীর বুকে মাত্র কদিন
      করেছি পরবাস।
পিচঢালা পথের দুপাশে
    সারি সারি দাঁড়ি
         কত যে আবাস
      ঢং ঢং ঢং করে
সকাল ছয়টা যখন,
       বাজে দেয়াল ঘড়ি।
প্রাতরাশ শেষ করি
পিচঢালা পথে তখন
    শত শত নারী।
পায়ে হেঁটে চলেছে বর্নিণী
     হাতে জল যোগ।
নানা সাজে সেজেছে তারা
    বুক ভরা কত সুখ।
গার্মেন্টস শিল্পের শিল্পী ওরা
   দেশের হাজার মেয়ে,
বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে
      নারীর শ্রম দিয়ে