মেহেরুন নেছা নামটি তোমার
      অপরুপা সুন্দরী,
গিয়াস বেগের কন্যা তুমি
       বর্ধমানের নারী।
শাহ্জাদা জাহাঙ্গীরের
    মনটা করে চুরি,
দুর্ভাগ্য তাই হলে তুমি,
শের আফগানের স্ত্রী।
বর্ধমানে নির্মান ছিল
  মেহের মহল বাড়ী,
সেই মহলে কাটিয়ে ছিলে
   তের বৎসর ধরি।
শের আফগানের মৃত্যু হলো
     ষোলশ সাত সালে,
   মনো বাসনা পূর্ণ হলো
সুখ এলো তোর ভালে।
  চার বছর গত করি
   হিরার মুকুট পরি,
ভারত বর্ষ্যের সম্রাজ্ঞী হলে
   জাহাঙ্গীরের স্ত্রী।
নবাব মহলে এসে যখন
   পড়তে মসলিন শাড়ী,
সেই মসলিনের নাম ছড়াল
      সারা বিশ্ব জুড়ি।
ঢাকাই মসলিন পড়ে তুমি
    রাখলে তাঁতীর মান,
মরেও তুমি অমর হলে
  সম্রাজ্ঞী নূরজাহান।