ভদ্রতার প্রথম সোপান
     জানিবে বিনয়।
বিনয়ী,নম্র,ভদ্র
      হতে যদি পারো,
ভাববে না ছোট তোমায়
     সবার কাছে বড়।
ব্যক্তিত্ব সুন্দর করা
     নয়তো কঠিন কাজ
অভ্যাস যদি হয়
      ভবে তোমার দাস।
ভালোবাসা পাওয়া যেনো
     দুর্লভ কিছু নয়,
ভালোবাসায় জয় করা যায়
         সারা বিশ্বময়।
     গুণির জ্ঞানের কদর
   করো যদি তুমি
   তোমায় করিবে কদর
      দেশের সর্ব জনে।
পরের তরে একটু উপকারে
     নিজের কল্যাণ সাধন,
পিছপা হবে কেন
        হে বাছা ধন।