ভূলিতে পারেনা,বাঙালী জাতি
তোমার স্মৃতি কথা,স্বাধীনতা ছিনিয়ে এনে
হয়েছ জাতির পিতা।
জল্লাদের হাতে প্রাণ ঘাতি অস্ত্র দেখে
করিতে চাহিলে আত্ম সমর্পন।
         নিষ্ঠুর ওরা,
ব্রাশ ফায়ারে জাজরা করলে
তোমার কোমল প্রাণ।
তোমার বাসায় স্বজন যারা
কেউ পেলনা ত্রান,
ইয়াজিদের চেয়ে নিষ্ঠুর ওরা
কঠিন ওদের প্রান।
বাবা বলে চিৎকার করেছিল
তোমার কোলের নন্দন,
একটি ব্রাশেই থামিয়ে দিল
কচি প্রাণের স্পন্দন।
আগষ্টের খুনে লালে লাল
তোমারি ঐ বাস ভবন,
তোমার শোকে সাড়া দেশে কাঁদল জনগণ।
মানব কল্যানে অমরত্ব
রেখে গেছ তুমি,
আজও তাই দেশের মানব
তোমার কাছে ঋনী।
পনেরই আগষ্ট আসে যখন,
একটি বছর পড়ে,
শোকের ছায়া নেমে আসে
বাংলার ঘরে ঘরে।