প্রকৃতির রঙ্গমঞ্চে
         ঘটেছে রূপের পরিবর্তন,
বর্ষা বিদায় নিয়েছে তাই
             শারদের আগমন।
  শারদের মেঘ মুক্ত
               সুনীল আকাশে,
সাদা মেঘ পাল উড়িয়ে
            ঘুরছে রুক্ষ বেশে।
আলোছায়া লুকোচুরি
          খেলছে আকাশ জুড়ি,
কখনো চাঁদের আলো
         রাখছে আড়াল করি।
কাঁচা পাকা ধানের হেলা দোলা
        আর মৌমাছির গুঞ্জনে,
শারদের আগমনে
       ফুল ফুটেছে বনে বনে।
শিউলি,শাপলা,শতদল
              ফুটছে নানা রঙ্গে,
নাম না জানা অসংখ্য ফুলের
       সমারোহ ঘটেছে ওদের সঙ্গে।
শীত নয় গ্রীষ্ম নয়
       নাতিশীতোষ্ণ এসেছে,
শারদ লক্ষ্মীর বাংলা আজ
         অপরূপ সাজে সেজেছে।