খাদ্য সন্ধানে পাখনা মেলেছে
          ভোর বিহানে,
জলাশয় পেয়েছে অনেক
    খাদ্য মিলেনি কুনোখানে।
   ঠিকানা বিহীন নীল আকাশে
          চলা আর চলা,
যেখানে রাত হয় সেখানেই
    ঘুমিয়ে যাই গাছের ডালায়।
পরদিন আবার, উড়তে-উড়তে,উপর থেকে
        জলাশয় দেখতে পায়
     পাখনা গুটিয়ে নেমে দেখে
           খাদ্যাভাব নাই।
     জলাশয়ের ডান কনা মাছ
         ঘোরছে কানি-কানি,
সুযোগ পেলেই ডান কনামাছ
          ঠোঁটে ধরে আনি।
      এত খাবার পরে আছে
           খাবার কেহ নাই,
      আমার দেশের জলাধারে
            শুধু খাই-খাই।
        যত খাবার সবই খেয়ে
          নাদুস নুদুস হবো,
     দেশে ফিরে যাবনা আর
        এখানেই রবো।
পাখ পাখালি অনেক দেখি
      আমার জাতী নাই,
      আমায় ভাবে শরণার্থী
     মারতে আসে তাই।
পালিয়ে-পালিয়ে থাকি আর
        খাই জলাশয়ে,
প্রাণটা কিন্ত ছট্ ফট্ করে
     ঐ পাখিদের ভয়ে।
পরের অধীন থাকতে চায় না
     কাঁদে দেশের তরে,
স্বাধীন দেশের পাখি আমি
     দেশেই যাব ফিরে।
  মনের সুখে সুখী যে জন
     তাকেই সুখী বলে,
   ভোজনে উদর ভরে
   সুখ হয়না কুনো কালে।