ঘরমুখো আজ ব্যস্ত সবাই
       যানবাহনে ভিড়,
নাড়ির টানে ফিরছে সবাই
      নিজ-নিজ নীড়।
স্ত্রীর হাতে মুঠো ফোন
    বলছে শুন স্বামী,
খুশির দিনে কাছে থাকবে
    চাইনে কিছু আমি।
  মা,বাবা ফোনে বলছে
      আস বাবা বাড়ী,
কোরবানীর পশু কিনতে হবে
    হাতে নেই মোর কড়ি।
   প্রিয়া আছে পন্থ চেয়ে
      প্রেমিকের লাগিয়া,
ঈদে আসবে মন মানুষটি
        হবে তার বিয়া।
      দরজায় ঈদ
   খুশি সবাই,
    কিন্তু মনে ভয়
করোনা থেকে রক্ষা করো
        ওগো দয়াময়।
ঈদের নামায আদায় করবো
  কোলাকুলী করবো না।
স্বাস্থ্য বিধি মেনে চলবো
    সমাবেশে যাবো না।