দুর্বার যৌবনে
সাক্ষাৎ মেলে এক নারী,
     নয়তো কিম্ভূত
অতীবা সুন্দরী।
   অহমিকা নয়
   মিশুক সবার সঙ্গে,
অধর কোনে মধুর হাসি
রূপের ঝলক অঙ্গে।
    চার চোখে বিনিময়
   হল কিছুক্ষণ,
জাদু করা চাহনিতে
   কেড়ে নিলে মন।
বশীকরণ করলে কেবা
    কেমন দয়ালজন,
প্রেমের সুতোয় বেঁধে দিলে
প্রেমিক দুটি মন।
এই ক্ষণে নিন্দুকেরা
তুললে নিন্দার ঝড়,
নিন্দার ভয়ে দুই ফাঁকে
প্রানে সয়না তর।
অন্তরেতে বহ্নি শিখা
বইছে লোচন লোর
বিয়ের ফুল ফোটবে কবে
বাজবে শানাইর সুর