দু বেলা পায়না খেতে
             গাঁয়ের দুঃখী মা
        পরনে তার ময়লা কাপড়
          ব্লাউজ নেই তার গা।
       অভাব যে তার নিত্য সাথী
           পেটে ক্ষুদার জ্বালা,
          সকাল-সন্ধা মা জননীর
            মুখটি থাকে কালা,
        ক্ষুদার জ্বালায় বলছে শিশু
            খাবার দাও গো মা,
          শিশুর কথা শুনে মা,য়ের
              শিউরে উঠে গা।
          এমন সময় মনে পরলো
            রিলিফ দেবে আজ,
            খুশী মনে চলছে মা
            রেখে হাতের কাজ।
      চেয়ারম্যান সাব দিচ্ছে রিলিফ
               পরিষদে বসে,
           ধনীরা নিচ্ছে রিলিফ
             মিষ্টি হাসি হেসে।
        চাউল পাবে তাই মা জননী
            লাইনে গেল দাঁড়ি,
        চামচারা সব চাউল নিয়ে যায়
            গায়ে ধাক্কামারি।
           অনেক কষ্টে সারাটি দিন
             লাইনে থেকে দাঁড়ি,
           রিক্ত হাতে মা জননী
              সন্ধায় ফিরে বাড়ী।
          মা,য়ের গলা ঝাপটে ধরে
              বলছে অবুজ শিশু,
           সারাদিন মা,কোথায় ছিলে,
               খায়নি আমি কিছু।
             শিশুর কথা শুনে মায়ের
                 চোখে এলো জল,
              করুন কান্যায় বলছে মা,
                খাবার দেই কী বল।