হারিয়েছে যে জন
       মায়ের মত ধন,
      সারা জীবন খুঁজেও
        পাবেনা কখন।
   থাকিতে রতন, করিয়া যতন
মায়ের পদধূলি মাখো নিজ গায়,
     গর্ভধারিণী তোমার জননী
রঙ্গিন এ পৃথিবী দেখালেন তোমায়।
    দশ মাস গর্ভে তোমায় রেখে
কষ্ট করেছে মা দিনে রাতে।
মায়ের উদরে বাঁচাতে তোমায়
      খেয়েছ মায়ের রক্ত,
   মায়ের অবাধ্য হয়ে আজ
      হয়েছ নারীর ভক্ত।
        ফোরকানের বাণী
বেহেশতের চাবি খানি,
       মায়ের আঁচলে বাঁধা।
  চাবির কথা বুলে তুমি
সেজেছ বোঝার গাধা।