নাম জানিনা কে গো নারী
     মন করেছ চুরি,
চাকুরি করো গ্রামীণ ব্যাংকে
       ঘুরো সবার বাড়ি।
সবার সঙ্গে মিশুক তুমি
     হাসিখুশি মন,
তোমার মত মিশুক নারী
     আছে কেবা জন।
সেমিজ কামিজ পরো তুমি
     দেখেছি অনেকবার
মুগ্ধ হয়নি তোমার রূপে
     দেখাই শুধু সার
হঠাৎ সেদিন চেয়ে দেখি
  পরছো তুমি শাড়ী,
এমন সুন্দর দেখতে যেমন
    নীল আকাশের পরী।
মেঠো পথে চলছো তুমি
    হেমাঙ্গিনী সেজে,
তোমার রূপের ঝলক লাগলো
     আমার চোখে মুখে।
ইতিহাসের অতীত কথা
   আমরা যখন পড়ি,
অতীত থেকেই শাড়ি পরে
     বাংলাদেশের নারী।
মান করোনা ও সুন্দরী
    বলছি বিনয় করি
এমনি করে শাড়ী পরে
সেজো বাংলার নারী।