নারী হয়ে জন্ম নিলাম
  এলাম মায়ের ক্রোড়ে,
পরকে আপন করতে হলো
     এক যুগ পরে।
  নারী ধর্মে যাহা ছিল
তাই দিলাম ওকে,
শপথ নিলেম ধর্ম মতে
  থাকবো তারই সাথে।
স্বামীর সোহাগ পেয়ে আমি
    সপলাম যৌবন ধন,
ভোগ করলো সবই মোর
     তবুও পাইনি মন।
আমার প্রতি নিষ্ঠুর পতি
   দু ভাগ স্বামীর মন,
মেনে নেওয়া যায়না স্বামীর
      নিষ্ঠুর আচরণ,
দ্বিতীয় বিয়ে করলো স্বামী
    মায়ার বাঁধন ছিড়ে,
শোকের ছায়া নেমে এলো
   আমার জীবন ঘিরে।
কত কষ্ট বলবো কি আর
    সতীন যাহার ঘরে
যদ্যপিও বেঁচে আছি
     প্রাণটা গেছে মরে।