ইহার জন্যই নিষ্ঠুর আচরণ
         সিংহাসনই ভুলিয়ে দেয়
              রক্তের বাধন।
       আওরঙ্গজেবের ইতিহাস
              করিলে স্মরণ,
         তিন ভাই,পাইনি ক্ষমা
             কারন সিংহাসন।
           সম্রাট শাহ্জাহান
       ভারত বর্ষ করেছে শাসন,
      ছেলের হাতে কয়েদ খানায়
             হয়েছে মরন।
       রাজা অশোকের কথা
           মিথ্যে কথা নয়,
  লিখা আছে ইতিহাসের পাতায়।
সিংহাসনের পথ নিষ্কণ্টক করিতে
নিরানব্বই ভ্রাতাকে করছিলো হত্যা।
          চার পা বিশিষ্ট ইহা
             অমূল্য রতন,
         রক্ত ক্ষয়ী যুদ্ধ শুধু
              ইহার কারণ
   ইতিহাসে অশ্লীল দন্দের গোড়া
         বিগ্রহের কারণ ইহা
             ধূর্তের সেরা।