রঙ্গিন স্বপ্ন
    কি করে দেখিবে আর
দু চোখ বুঝিলে শুধুই অন্ধকার।
         হয়তো একদিন,
     সুন্দর ভুবনে রবে না তুমি
সকলি পরে রবে, তুমি হবে নিশ্চল।
          ক্ষণস্থায়ী জীবন,
  রঙ্গমঞ্চে তোমার, খেলা হলে শেষ
     শূন্য হাতে যাত্রা তোমার
          ভিখারির বেশ।
           সম্পদে ভাগ,
     বসাবে তোমার আপন জন
তোমার কথা ভুলেও কারো হবেনা স্মরণ।
               যদি পারো,
         রেখে যাও এমন কিছু
    মৃত্যুর পরেও যেন না হও পশু।
              অমরত্ব রেখে,
         মরিতে পারো যদি কেহ
মরিলেও অমর হবে বছর শত- শত।
    যত লোক রবে ধরণীর বুকে
কাঁদিবে ধরনী আর কাঁদিবে সবাই
            তোমার শোকে।