অভাব ছিল নিত্য সাথী
          ভুখা ঘরে-ঘরে
   অনেক জনই প্রাণ হেরেছে
      নিতুই উপুস করে।
ক্ষুধার জ্বালায় কাঁদছে শিশু
       ঝাপটে গলা ধরে
     ভাত দে,মা,ভাত দে
      ক্ষুধায় যাচ্ছি মরে।
  বেদনা পূর্ণ মা,য়ের আখী
        জলে ছলো ছল,
শোকার্ত স্বরে কহেন বাছারে
        হাড়িতে ভাত নেই,
          খেয়ে নে জল।
উদর ভরে খোকা,কলের জ্বলে
     দু নয়ান মুদিয়া খোকা
   ঢলিল মা,য়ের কোলে।
মায়ের রোদনে কাঁপিয়া উঠিল
         ধরনীর বুক,
এমনি ভাবে কত মা,য়ের বুকে
       সন্তান হারা শোক।
   দেহ বিক্রি ভিক্ষে করা
     ফাঁসির দড়ি গলায়,
শোখের নাগাল পায়নি ওরা
   শুধুই ক্ষুধার জ্বালা
বাংলাদেশে এখন আর তো
    নেই যে খাই -খাই,
   উদর নামক পেটে আর
  ক্ষুধার জ্বালা নাই।