বিদ্রোহী তুমি,প্রেমিক তুমি
তুমি নজরুল,
বাঙ্গালী জাতির গৌরব তুমি
বাঙ্গালীর মুখের বোল।
সৃষ্টির সুন্দর্য তুমি
সত্যের সন্ধানী,
ভাষার ভান্ডার তুমি
ছিলে মহা জ্ঞানী
আঁধার জীবনে তুমি,
ছিলে আলেয়া,
আকাশের মত উদার ছিলে
শিশুর মতো হিয়া।
মরেও তুমি অমর হলে
হে মহা কবি,
বাঙ্গালী জাতির হৃদয় কোণে
ভাসছে তোমার ছবি।