মুঘল যুগের শাসক তুমি
        ভারত বর্ষের প্রাণ,
সপ্তাশ্চর্যের একটি তুমি
             করেছো নির্মাণ।
বিশ হাজার শ্রমিক খেটেছে
             বাইশ বছর ধরে,
ছয় হাজার,চার শত,আটত্রিশ কোটি টাকা।
অপচয় করেছো তাজমহল নির্মাণ করে।
তাজমহল নির্মাণে দিয়েছো প্রেমের প্রতিদান,
কিন্তু মানব কল্যাণে কি করেছো,
                বলো শাহজাহান?
সেই তাজমহলের শ্বেত পাথরের গা
কলংকিত করেছো তুমি,
      কৃষক,প্রজার পয়সায়।
তুমি নারী প্রেমিক শাহজাহান
তাইতো কোষাগার শূন্য করে,
         তাজমহল,করেছো নির্মাণ।
প্রজার সুখের কোন্ স্মৃতি রেখেছো তুমি
                         বলো শাহজাহান?
এমন কিছুই রেখে যাওনি
            প্রজার সুখের দান,
           তুমি সেই শাহজাহান।