বহুদিন বহুরাত অপেক্ষায় থেকেছি,
অসংখ্য দিন-রাতের সন্ধিক্ষণে তোমার আশায় বসে থেকেছি,
তোমার গালের টোলে আর চোখের নেশায় মরবো বলে
একাই পাড়ি দিয়েছি অজস্র দুর্গম পথ।
তোমার চুলের ঘ্রাণে পথ হারাবো জেনেও
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বুকের ভেতর দীর্ঘ শ্বাস টেনে নিয়েছি
মেডিটেশনের ফর্মুলা মেনে স্বপ্নের সাথে হেঁটে গেছি বন্ধুর পথে।
তোমার পাহাড় সমান নাকের হাসি
বকুল পাতার বাঁশির মতো কণ্ঠের টানে
মাতাল হয়ে রাস্তায় পরে থেকেছি।


লোকে 'ছিঃ, ছিঃ' বললেও এড়িয়ে গেছি।


আহা, এতকিছুর পরেও তোমাকে পাওয়া হলো না
তোমাকে নিজের মতো করে পাওয়ার দুঃসাধ্য কাজে
এবারও হয়ত অকৃতকার্য হবো
তবুও এই পথ চলা থামবে না, জেনে রেখো।


হে অসময়ের প্রেম আমার!
আলিঙ্গনের নেশার চেয়ে চোখের দিকে তাকানোর নেশা
ক্ষত বিক্ষত করছে আমায়,
নির্ঘুম রাত সাক্ষী,
সাক্ষী থেকো তুমি; একদিন এই কষ্ট তুমিও হয়ত বুঝবে।