ভুলে একদিন ভালোবেসে তারে
হয়েছি ভিখারি, ঘুরি দ্বারেদ্বারে।
সে কভু বলেনি, কী মনে জাগে তার,
জানতে চাই, তারে বলি আমি বারেবার।
সে কেন এমন করে বলে না কোন কথা,
সে কি তবে সুখ পায়, দিয়ে মনে ব্যথা!


সে থাকে আঁধার ঘরে একা,
সে কভু দেয় না আমায় দেখা।
এক সকালে ঘুম ভাঙার পর দেখি,
সে তখনো হয়নি আমার, একি!
এতকাল তবে ভুল বুঝেছি নিজে,
সে আমাকে ভাবছে এখন কি যে!


সে আমাকে ভাবে না আপন জানি,
এমন ভুল করেছি বহু, মানি।
তার কারণে ভুলের পাহাড়ে চড়ি,
তার কারণে থামছে জীবন ঘড়ি।
তবুও আমি তার আশায় পথ গুনি
তার কারণেই হয়েছি আত্মখুনী।


এমন ভুল কেমনে করলাম এসে,
কেউ ডাকেনি একটু ভালোবেসে।
একজীবনে হাজার জীবন বয়ে,
শেষ হলো তার অপেক্ষাতে ক্ষয়ে।
একটু যদি বলতো মুখ ফোটে,
শেষ করতো যদি আমায় কেটেকুটে।
তবেই জীবন শান্ত হতো শেষে,
জানি আমি, আসবে না সে, একটু ভালোবেসে।