আমি প্রভুর সামনে গিয়ে বলেছিলাম,
"প্রভু, আমি মুক্তি চাই, আমাকে মুক্তি দিন!"
প্রভু বললেন,"মুক্তি কেবলই ধ্যানে আর কর্মে।"


কিন্তু আমি ধ্যান করতে গিয়ে কর্ম ভুলে যাই
কর্মের ছুতোয় ধ্যান হারিয়ে ফেলি অহরহ।
তাহলে কি আমার মুক্তি হবে না কখনো?


প্রভু, আমি মুক্তি চাই;
আমি মুক্তি চাই ধ্যানে, কর্মে।