বোকারাও আজকাল মিথ্যা বলে
অথচ এতকাল শুনেছি- চালাক আর ধূর্তরা
যারা আয়নার সামনে দাঁড়িয়ে
নিজেকে অতি বিচক্ষণ মনে করে এসেছে
তারাই নাকি সত্য এড়িয়ে যায়,
আজগুবি সব গল্প বানায়।


অথচ চালাকেরা জানে না
আয়নার প্রতিবিম্ব উল্টো;
যা দেখা যায় তা সত্য নয়, বরং
পুরোপুরি মিথ্যা।


আজকাল ধূর্তরাও সত্য বলে যাচ্ছে অবলীলায়।
অথচ এতকাল শুনেছি- আমি বোকা।


আয়না তো মানসিক প্রতিবিম্ব তৈরিতে ব্যর্থ!
আমি যে এতকাল জেনেছি- আমি আয়না;
যে আমাকে যা দেখে, সে যেন তাকেই দেখতে পায়।