কালকের ভোরটা আমার হবার কথা ছিল
খুব যতন করে সাজিয়েছিলাম একটা দিনপঞ্জি,
সকাল হতে রাত অবধি, তুমি শুধুই আমার
একটি কাঙ্খিত ভোরের অপেক্ষায় নতুন সূর্যোদয়;
নিস্কলুশ নরম আলোয় শ্যামলা দেহে দেখেছিলাম আলোর ঝলক।


তুমি হাত বাড়িয়ে মেঘগুলো ছুতে চাও,
লোভাতুর মেঘগুলো বৃষ্টি হয়ে তোমার দেহে গড়িয়ে পড়ে।
তুৃমি বৃষ্টি ছোঁয়, আমায় ভুলে যাও, আমি হাত বাড়াই;
বৃষ্টি ভেজা হাতটা তোমার গালে মেখে বলেছিলে,
"কাকে ভালোবাসব বল, বৃষ্টি, মেঘ, না তোমায় ? "
সেদিন হতে বৃষ্টি আর মেঘের প্রতিদ্বন্দ্বিতায় বারবার হেরেছি।


একদিন বৃষ্টিভেজা সন্ধায়,
তোমার হাতটা ছুয়ে একটু আপন করে নেব,
এই ব্যস্ততায় সারাদিন কাটে;
পূবালী বাতাস ভালোবেসে তুমি চলে গেলে!
আমি আজও তোমার অপেক্ষায় হেরে গেলাম,  
পরাজিত মন বারবার তোমার কাছে আসে;
শ্যামলা দেহে নোঙর করে,
নষ্ট করে এক কাঙ্ক্ষিত ভোর।