কি করে যে কাটবে আমার ব্যস্ত সময়
তোমায় ছাড়া!
সাতটি দিনে এই আকাশে রাতের আধার লুকিয়ে রবে,
ভোর হবে না, সূর হবে না, পাখিরাও গান গাবে না
তোমায় ছাড়া।


যে বাতাসে তোমার ঘামের ঘ্রাণ রবে না, স্তব্ধ হবে
তোমায় ছাড়া ;
সাতটি দিনে এই বাগানে ফুটবে না ফুল, গোমরা মুখে লুকিয়ে রবে
হাসবে না কেউ এমন করে, পরাণ ভরে,
তোমায় ছাড়া।


যে শহর ভাসবে নাকো হাসির বানে
তোমায় ছাড়া,
পরবে না'ক পদচিহ্ন এপাশ ওপাশ, চতুর্পাশে
থমকে যাবে এই শহরের সুখের আশা, ভালোবাসা;
তোমায় ছাড়া।


ফিরে এসো, সাতটি দিনের অবসরে লুকিয়ে রেখো সকল তারা;
একটা, দুইটা, তিনটা তারা আমার হবে;
সেই ভাবনায় মধুর সময় সঙ্গী করে, অলস সময় পার করে দিই,
তোমায় ছাড়া।