নীলের পৃষ্ঠা উল্টে দেখি- বিষাদ;
প্রেমের পরতে নিশ্চুপে নির্ঘুম জাগে- নীল।
নীল আমার কাছে শুধুই বিষাদ,
নীল আমার না বলা এক অজানা প্রেম।


নীল উত্তাল জলরাশির বুকে এঁকেছি আকাশ
আকাশের বুকে তুলিতে ঢেলেছি একবিন্দু নোনা জল।
তারপর হতে আকাশ হয়ে গেল প্রিয়ার চোখ
আমার বিরহে শুধু তার চোখ বেয়ে টুপটুপ করে ঝরে-
কর্পূরের বিষাদ।


নীল পাহাড়ের ঢালে বসে একা
খাদ গিরিখাত পেরিয়ে এসে দুর্দান্ত প্রতাপে
হ্রদের নীল জলে চেয়ে দেখি কান্না জমেছে ঘটা করে
ওরা মিছিল করে- আকাশের কান্না ছুঁয়ে দেখবে বলে।


আমি হাত বাড়িয়ে দিই
হ্রদের জল আমার স্পর্শ পেতেই লাফিয়ে ওঠে
এরচেয়ে বিষাদে টইটম্বুর আর কিছু কি হতে পারে?


আমি আকাশের কান্না হয়ে ঝরি,
আমি কেবলই প্রেমের জন্য মরি।