এখন তোমার অনেক মানুষ, ব্যস্ত ভীষণ রাখে;
আমিও মানুষ ব্যস্ত অনেক, অতীত পেছনে ডাকে।
মনে পড়ে কি, রোজ সকালে কপালে দিয়ে হাত;
ভুলিয়ে দিতাম সকল ব্যথা, দিয়েছিল যা রাত।


হঠাৎ তুমি চলে গেলে ব্যস্ত হওয়ার তাড়ায়,
তোমার ব্যথা সকালে বিকালে বয়স ভীষণ বাড়ায়।
তোমার বুকে যত চাঁদ ছিল, সকলি ছিল চেনা;
কেন যে হঠাৎ ঘুচালে বল, সকল লেনাদেনা।


ভুলিনি আজও মনে রেখো পাতা, ফুলকুমারি ওগো;
ফের একবার আগের মতো, জাগো, এবার জাগো।
কত অভিমান জমিয়ে রেখে, পর হয়ে গেলে শেষে;
বলতো দেখি, কী পেলাম আজ তোমাকে ভালোবেসে?