নিশ্চয় একটা নতুন পৃথিবী তৈরি হবে
একদম ঝকঝকে তকতকে নির্ভেজাল পৃথিবী সামনে দাঁড়াবে।


যতটুকু জঞ্জাল জমেছিল
তার সবটুকু নিঃশেষ হওয়ার পর যেই সূর্য উঠবে
তার রঙ টকটকে লাল হলেও পৃথিবী হবে পবিত্র ও সবুজ।
অমানবিক, দুঃ শাসনের পৃথিবী যেদিন ভুল বুঝতে পারবে
নির্বিচারে নিরপরাধ মানুষ হত্যার মিছিল যেদিন থেমে যাবে
অপরাধীর ব্যাঘ্র হুংকার যেদিন তুলতুলে নরম হয়ে আসবে
সেদিন হয়ত এই ঝড় থেমে নতুন এক পৃথিবী জেগে উঠবে।


যখন মাটি হয়ে উঠে কলঙ্কিত তপ্ত
রক্তের চিটচিটে দাগে যখন গাছের পাতাও হয়ে যায় ফ্যাকাসে
শুভ্র মেঘের ভেলা যখন অবুঝ শিশুর কান্নার কথা বলে
শক্তিশালীরা যখন নিশ্চুপ সম্মতি দেয় অন্যায়ে
মানবিক বিপর্যয়ে সচেতন সমাজ হাত গুটিয়ে বসে থাকে
তখন- একটা পরিবর্ত অতি নিকটে, জেনে রাখতে হবে।


এই পরিবর্তন নিরঙ্কুশ
এই পরিবর্তন শাশ্বত
এই পরিবর্তন হয়ত সহস্র বছরে একবার হয়।


এই চমক পাল্টে দেয় পৃথিবীর মানচিত্র
অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের অমূল্য হাতিয়ার এই পরিবর্তন
মানবিক রেখাচিত্রের নব সংস্করণের পাণ্ডুলিপি এই পরিবর্তন।


একটা নতুন পৃথিবী যেদিন ভূমিষ্ট হবে
যেদিন একটা কলঙ্ক মুক্ত পৃথিবীর হাতছানি দেখতে পাবো
তখন তাকে গড়া আর রক্ষা করার দায়িত্ব,
তাকে পরিচ্ছন্ন রাখার মহান কর্ম যেন স্বয়ংক্রিয়ভাবে কাঁধে চলে আসে
তবেই তো একটা মহান নতুন পৃথিবীর মানুষ হিসেবে গর্ব করা,
মানাবে আমাদের।


হে পৃথিবী, তুমি শান্ত হও
হে অশান্ত ভূখণ্ড, তুমি পবিত্র হবে জানি
হে কলঙ্কিত সূর্যাস্ত, শুভ্র নরম ভোরে তুমি রূপান্তরিত হয়ে যাও।
হে পাপী জনগোষ্ঠী, প্রায়শ্চিত্ত করো প্রতিটা হিসাবের
তবেই তো সৃষ্টি হবে এক নতুন সুশৃঙ্খল পৃথিবী।