বন্দীত্বের সময় শেষ হবে
চৌদ্দ দিন,
আটাশ দিন,
বিয়াল্লিশ দিন;
কেউ বেঁচে যাবে,
কেউ চলে যাবে,
কেউ ফিরে যাবে চেনা পথ ধরে।
তারপর- স্বপ্ন জাগবে,
স্বপ্ন পূরণে অস্থির লাগবে,
দখল করবে,
হিংস্র হবে,
মানবতা ধ্বংস হবে।
আবার বন্দীত্ব আসবে
চৌদ্দ বছর,
আটাশ বছর,
বিয়াল্লিশ বছর,
এরই মাঝে কেউ চলে যাবে,
কেউ রয়ে যাবে,
কেউ নিজেকে শুধরে নেবে,
কেউ আত্ন-অনুশোচনা ভুলে যাবে।
তারপর, একদিন স্বপ্ন মিশে যাবে
হানাহানি হবে,
তুচ্ছ রক্তপাত হবে,
যিনি সব সময় রয়ে যান, তিনি-
রক্তপাতহীন সমরে আসীন হবেন।
সবাই বন্দীত্ব মেনে নেবে,
চৌদ্দ শত বছর,
তারও বেশি, আরও বেশি!
তিনি রয়ে যাবেন,
যিনি রয়ে যান,
যিনি জানেন সব- কল্যাণ অকল্যাণ।