স্বপ্ন কি ভাই, স্বপ্ন কি? স্বপ্ন কিভাবে দেখে...?
ঘুমিয়ে দেখা স্বপ্ন কি তা,
সত্য স্বপ্ন বলে..?।

আমি বলি স্বপ্ন তাহা যাহা কর্ম করে,
স্বপ্ন তাহাই মানব শরীর সদা ব্যাস্ত থাকে।

এইতো থাকে ভালো কাজে আপনিকে সাহায্য করা,
আবার থাকে মনের সাথে নিজের কথা বলা।

আরো বলি স্বপ্ন তাহা যাহা আনে সুখ,
যাহা আনে মানব মিনল সমাজ সমাদুর।

স্বপ্ন সবার বাঁচার তাগিদ, জীবন তাগিদ খুদে.!
অর্থে ঘড়া ভালোবাসা, জীবন তাতে সাজে।

সবার তরে সবই হয়, অর্থ সবার প্রিয়,
কর্মই তাহার স্বপ্ন হোক, হোক না অনেক বড়।