কোথাও নেই এখন এক নীতি
চারদিকে সয়লাব শুধু দুই নীতি
নীতির বিরুদ্ধে হয় সারথি
তার নাম জানো তুমি দু্র্নীতি।


দুই নীতির শাসক যিনি
অর্থনীতকে হাতকড়া পরিয়েছেন তিনি
অর্থ কড়ি হলো যে মদের পানি
হাত পেতে পথে বসেন দুখিনী।


জাগো তরুণ, জাগো!
তুমি বিশ্বের বিস্ময়
তুমি আমার অহংকার
ভয় নেই ওরে ভয় নেই যার।


দশের ভিটা একে খায়
তুমি আমি মুখ চিবাই
ঝুড়ি আছে তলা নাই
দুর্নীতির শেষ নাই।