বিশ্ব কে আজ ধারন করল তথ্য-প্রযুক্তি
বিশ্ব থেকে বিশ্ব গ্রামে করল পরিণত।
সকল খবর জানতে পারে হাতের মুঠো তে
সবাই এখন আসক্তি যে স্যোশাল মিডিয়া তে।


ফেসবুক, টুইটার আর মেসেঞ্জার
এসবই আজ তরুণদের সংসার।
কেড়ে নিয়েছে সব বন্ধন আর ভালোবাসা
সমাজের হয়েছে এখন বেহাল দশা।
গল্প, কবিতা, বই পড়া আর ভ্রমণ বাদ
তাইতো এখন স্যোশাল মিডিয়ায় ঘুরে বেড়াক।


চ্যাটিং আর টিকটক নিল মেধা
কিশোর কিশোরী হইল হাবাগবা।
দক্ষ মানব সম্পদ গড়তে হবে
স্যোশাল মিডিয়ার সুফল-কুফল বুঝতে হবে।