বসন্ত, তুমি শুধু অবহেলা
তুমি প্রভাতে জেগে উঠা
তুমি শেষ বিকালের রৌদ্র
তুমি গোধূলি লগ্নের সুবাস।


বসন্ত, তুমি শুধুই অবহেলা
তুমি শৈশবের স্মৃতি কথা
তুমি কিশোরের কবিতা লিখা
তুমি যৌবনে হারানোর ব্যথা।


বসন্ত, আমি তোমাকে আলিঙ্গন করতে চাই
তোমাকে বুকে বেঁধে শৈশবে ফিরে যেতে চাই
তোমাকে সঙ্গী করে পল্লীতে হারিয়ে যাই
তোমাকে বলছি, তুমি আমার অবহেলা নয়।