ফেব্রুয়ারীর একুশ তারিখ রক্তক্ষরণ হয়
তাইতো মোদের মাতৃভাষা চির স্মরণীয় হয়ে রয়।
সালাম, বরকত,বক্ষপাতে
রফিক, জাব্বার, পতাকা হাতে
মাতৃভাষা বাংলা চাই
স্লোগান মোরা দিচ্ছি তাই।
হায়নাররা গুলি হাতে
মারলো বুলেট বক্ষটাতে
বক্ষ থেকে রক্ত ঝরে
হলো শহীদ ভাষার তরে।
মানুষের ছুটাছুটি, রাহাজানি,কান্নায় ফেটে পড়া বাংলাদেশ
মায়ের ইজ্জত লুন্ঠিত আজ,শিশু হত্যার নেই শেষ।
চারো দিকে জ্বলছে অনির্বান আগুন
শ্ঙখচিল উরছে ঐ গগনে
আকাশে বাতাশে ধ্বনিতেছে
মুক্তি চাই, মুক্তি চাই।
মায়ের গলা ফাটা কান্নায়
বাংলার আকাশ ছেয়ে গেছে মেঘে
কালো আধারে ঢেকে গেছে নশ্বর এই পৃথিবী
তখনি বাংলার আকাশ ছিড়ে উঠিল রবি
অস্ত গিয়াছে হায়নারদের কর্মকান্ড সবি।
জীবন রেখেছে বাজি, হয়েছে শহীদ,হয়েছে গাজী
এখনো বীরের রক্তে দুঃখিনী মায়ের অশ্রুজলে
ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বরে
হৃদয়ের হরিৎ উপত্যকায়।
একুশের কৃষ্ণচুড়া স্মৃতির পাতায়
মরিয়া অমর তারা মনের কাবায়।
হস্তদ্বয় তুলে দোয়া করি মোরা আল্লাহর দরবারে
শহীদের শান্তি দীর্ঘস্থায়ী হয় যেন সদা-সর্বদা ঘোরে।