হাজারো ব্যথা অন্তরের মাঝে চেপে রাখিয়া হায়
লিখতে বসিলাম আজকে আমি অসীম ধরিয়ায়।
আগে জানিতাম সাগরের মাকি কূল কিনারা নাই
অন্তরের মাঝে এত বড় সাগর কূল নাহি খুঁজে পাই।
ব্যথায় ব্যথিত হৃদয়  আমার ঢেউয়ের সীমা নাই
কোন ধরিয়ায় গেলে আমি এমন ঢেউ দেখতে পাই।
সাগরের ঢেউ মিশে যায় ভাই অন্য সাগরের সাথে
আমার হৃদয়ের ঢেউ মিশিবে কোথায় কোন মানবে  জানে।
গিয়ে সাগরের কাছে প্রশ্ন করিলাম তারে
তোমার হৃদয়ের একটু ব্যথা আমার কাছে বল
হায়'রে সাগরের পানি আর করিওনা টলমল।
বলিল তার মনের ব্যথা আপন হৃদয় খুঁলে  
ময়লা-আর্বজনা সঙ্গে করিয়া দূর দেশেতে চলে
মিশ্রিত হইয়া দোষিত করে আমার দেহের পানি
গন্ধে মানুষ নাক চেপে ধরে বিদ্বেষ করিয়া জানি।
নিদোষি হইয়া দোষি করে মোরে এইতো তাদের কাজ
নেইতো তাদের লজ্জা-সরম এই ধরনীর মাঝ।
সাগরের কাছে শেয়ার করিলাম আমার প্রাণের ব্যথা
বন্ধু বলিয়া সম্ভোধন করিল একটু নারিয়া মাথা।
মনের ব্যথা লাগব হইলো সাগরের কাছে বলে
কলকল করে বয়ে নিয়ে গেল জনমানবহীন বনে।
এমন বন্ধু দেখিনি কভু,স্বার্থ নাহি জানে
এমন দয়ালু বন্ধু কয়'জন আছে ব্যথিত হৃদয় প্রাণে।