১.
জ্ঞানের প্যাঁচ খাটিয়ে
ঘোঁট পাকিয়ে
চলেছো তুমি
ওহে জ্ঞানপাপী।

ভাষার খ্যাঁচ কাটিয়ে
জোত লাগিয়ে
মলেছো তুমি
ওহে ঢঙালাপী।

২.
পাপের পথ মাড়িয়ে
ঘাট পেরিয়ে
চলো সোজা
হয়ে অনুতাপী।

ভাষার স্বর বাড়িয়ে
মন রাঙিয়ে  
বলো বোজা
হয়ে সদালাপী।

* বোজা = মুখ বোজা।