যে মানুষটি
তোমায় ভালোবাসে না
তোমার কায়া দেখে না
করে ঝগড়া-ঝাটি
তার বুকেতে জোড়া লাথি!
যে মানুষটি
তোমার কথা রাখে না
তোমার মতে চলে না
করে খাম-খেয়ালি
তার বুকেতে জোড়া লাথি!
যে মানুষটি
তোমার ভালো চায় না
তোমায় নিয়ে ভাবে না
করে ইন্টা’ফেয়ারি
তার বুকেতে জোড়া লাথি!
যে মানুষটি
আজো তোমায় বোঝে না
তোমার খোঁজ রাখে না
করে গোয়েন্দাগিরি
তার বুকেতে জোড়া লাথি!