একলা ঘরে থাকে যে সে
নেইতো দেখার কেউ
তাকে নিয়ে ভাবতে গেলে
বুকেতে ওঠে ঢেউ।
শরীরটা তার খারাব হলে
কার কি আসে যায়
নিথর হয়ে থাকলে পড়ে
কেউতো দেখার নাই।
মনের কষ্ট মনেই পুষে
থাকে বদ্ধ ঘরে
কেমন করে জানবে হায়
হঠাৎ যদি মরে।
কষ্টে ভরা জীবনটা তার
দুঃখ যে তার সাথী
অকাতরে দিয়ে গেলেও
খায় যে শুধু লাথি।
কেমন করে বাঁচবে ভবে
ভাবে নিরালায়
কথার খোঁচায় জর্জরিত
বেলা অবেলায়।