বিশ্বাস করে যাদের উপর পড়েছিলাম সর্বস্ব দিয়ে ঝাপিয়ে,
বিশ্বাসের বুকে ছুরি চালিয়ে অবশেষে তারাই আমায় গেল কাঁদিয়ে।
মানবতা আজ সূদুর পরাহত,বিশ্বাসের সূর্যটাও অস্তগামী,
বিবেক,মনুষ্যত্ব আজ দুর্লভ,হয়ে গেছে অনেক দামী।
আমি নির্বোধ,আমি অধম,আমি বোকা,
আমি বার বার খেয়েছি কৃতঘ্নদের কাছ থেকে ধোকা।
চারিদিকে শুধু অবিশ্বাস, মীরজাফরদের ছড়াছড়ি,
চাপাবাজী আর অহংকারীদের দেখি শুধু মাখামাখি আর জড়াজড়ি।
আমি বিস্ময়ে হয়ে যাই হতবাক,হৃদয়ে চলে রক্তক্ষরণ,
অন্ধবিশ্বাসে এতদিন অবিশ্বাসীদের করেছিলাম বরণ।
আমি চেয়েছিলাম হৃদয় নিংড়ানো ভালোবাসা আর অগাধ বিশ্বাস,
বিশ্বাসের অক্সিজেনে আজীবন নিতে চেয়েছিলাম নিঃশ্বাস।
বিশ্বাসের দেখা আমি পাবো কিনা কোনদিন,
বিশ্বাস,কথা দিয়ে কথা রাখার মাঝেই বাঁচব আমি চিরদিন।
আমি কিছুই বলিনি কৃতঘ্নদের,আমার যা বলার আমি বলে দিয়েছি আল্লাহর দরবারে,
নিশ্চয়ই বিচার পাবো আমি শেষ বিচারে,পরপারে।