নাড়ির টানে ছাড়ছে শহর,
রাস্তার শুধু গাড়ির বহর।
দাঁড়িয়ে, বসে,ঝুলে
কষ্টটাকে ভুলে
ঘরমুখো মানুষের ভীড়ে,
ছুটছে সবাই নীড়ে।
যাত্রীদেরকে গুনতে হচ্ছে দ্বিগুণ-তিনগুণ ভাড়া,
তবুও তারা করবে না ঈদ প্রিয়জনদের ছাড়া।
প্রিয়জনদের সাথে করবে ঈদ,
এই আনন্দে নাই তাদের চোখেতে নিদ।
কেউ বা আবার দূর্ঘটনায় ফিরছে লাশ হয়ে,
মহাসড়ক গুলোতে জনস্রোত যেন যাচ্ছে বয়ে।