পাওয়া না পাওয়ার হিসাব সারাজীবন গেলে কষে,
হতাশা আর বিষন্নতায় হাতটা শুধু গেলে ঘষে।
তোমার চেয়ে যারা ভালো আছে তাদের কথা না ভেবে,
যারা ভালো নেই তোমার চেয়ে ,ভেবেছ কি তাদের কথা কবে?
ভালো-মন্দ রাখার মালিক গাফুরুর রাহিম,
খন্ডাতে পারবেনা তা দুনিয়ার কোন হাকিম।
রিযিকদাতার উপর রাখো তুমি বিশ্বাস,
যতক্ষণ তোমার দেহে আছে নিঃশ্বাস।
জীবনে যা পেয়েছো  তাতেই থাকো তুষ্ট,
মরীচিকার পিছে ঘুরে পেয়োনা তুমি কষ্ট।
মায়ের বুকের দুধে তোমার মেরুদন্ড হল শক্ত,
জীবনচলার পথে কখনো হয়োনা পথ ভ্রষ্ট।
অন্যের মঙ্গলের কথা যে ভাবে সেই হয় প্রকৃত সুখী,
নিজের স্বার্থ সুখের কথা ভেবে হয়োনা চিরদুখী।
আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে হও তুমি উদার,
অন্যের ভালো ও কল্যাণে নিজেকে সপে দিয়ে হও তুমি সবার।
মনের উদারতায় তুমি হও আরও মহৎ,
তবেই না তোমায় মনে রাখবে এ জগত।
সুখ, সুখ করে যত বেশি তুমি ভাববে,
দুঃখ যন্ত্রণা হতাশায় ততবেশি তুমি কাঁদবে।