আমাদের সমাজে আজ মানবতার বড়ই অভাব,
সুখের আশায় নষ্ট করছে মানুষ তার প্রকৃত স্বভাব।
মানুষে মানুষে  বিশ্বাস,আস্থা,সৌহার্দ্য ,সম্প্রীতি আজ উধাও,
যান্ত্রিকতার এই যুগে মানুষ আজ আত্মকেন্দ্রিক, বিবেক মনুষত্ব নেই কোথাও।


ভালোর সংজ্ঞায় পরিপূর্ণ মানুষেরও আজ হচ্ছে বিবেকের দংশন
শুভ বুদ্ধির,শুভচিন্তার মানুষগুলোও যেন করছে অনশন।
মানবতা আজ ভেসে যাচ্ছে ছলনার চাদরে
সম্পর্কগুলো  আজ মলিন হচ্ছে অবহেলা আর অনাদরে।


ফুটপাতের শিশুটিও আজ ক্ষুধায় কাতর,পায় না খোঁজে অন্ন,
সবাই যেন ভুলতে বসেছে মানুষ মানুষের জন্য।
আজকাল ঘুম ভাঙে ধর্ষিতা মায়ের হাহাকার আর আর্তনাদে
ধর্ষকের আঁচড়ে,ক্ষতবিক্ষত কিশোরীর রক্তাক্ত দেহ পড়ে থাকে বনে-জঙ্গলে,নর্দমাতে।


প্রতিনিয়ত বেঁচে থেকেও মরতে হচ্ছে অনিয়ন্ত্রিত এই যাপিত জীবনে,
বেঁচে থাকার জন্য করতে হচ্ছে ঠুনকো অভিনয় ,নশ্বর এই ভূবনে।
পালাতে ইচ্ছে হয় জীবন থেকে অজানা এক ঘৃণায়,
ইতি টানতে চায় জীবন,সাপ লুডুর এই অসম খেলায়।


বিবেকেরা আজ সাদা কাপড়ে পরেছে কাফন,
মনুষত্বের মৃত্যুতে মানুষগুলো যেন  আজ জীবন্ত দাফন।
মানবতা আজ আওয়াজ তুলো সমাজ পরিবর্তনে,
জীবনগুলোকে নাও ফিরিয়ে স্বপ্ন দেখার নতুন দিগন্তে।


তবুও দেখে যাই আমরা আশার আলো,
দূর হয়ে যাবে আছে যত নিকষ আঁধার কালো।
জেগে উঠুক মনুষত্ব,বেঁজে উঠুক সাম্যের বাঁশি,
মানুষ হোক প্রকৃত মানুষ,মুখে ফুটুক হাসি।