পাপ প্রতিজ্ঞায় দিবানিশি আছো তুমি মেতে,
ভাবছো না তুমি একটিবারও কবরে হবে যেতে।
নিজের স্বার্থকে সবসময় দেখ বড় করে,
অন্যের ক্ষতি করার জন্য সদা থাকো পরে।
মিথ্যা নিয়ে করছো অযথাই তর্ক-বিতর্ক,
নিজেকে তুমি জ্ঞানী ভাবো অন্যকে মূর্খ।
পর কে ফাসানোর জন্য এটেছো অনেক ফন্দী,
আজ তুমি লজ্জার বৃত্তে হয়ে গেছো বন্দি।
অন্যের উপকারে যদি নাইবা তুমি এলে,
অপকারের চেষ্টা কভু তুমি করোনা’ক ভুলে।
প্রতিজ্ঞাই যদি করবে তবে পাপ প্রতিজ্ঞা কেন?
পুণ্য কাজের প্রতিজ্ঞাতে সদা থাক যেন।
পাপ প্রতিজ্ঞা ছেড়ে এবার পুণ্য কাজে যাও,
ইহকাল ও পরকালকে নিজের করে নাও।