শেষ নিঃশ্বাস যাওয়ার পরে বলবে সবাই, লাশ বাহিরে নাও,
বলবে সবাই,কবর খুঁড়তে গোরস্থানে যাও।
খাটিয়াতে পড়ে রবে তোমার নিথর দেহ,
শেষ বারের মতো তোমার মুখটা দেখতে চাইবে কেহ।
কাঁদবে সবাই তোমার জন্য অশ্রু সজল চোখে,
শোকের ছায়া লেগে থাকবে সবার মুখে মুখে।
সাদা কাপড়ে জড়িয়ে রাখবে আতর সুরমা দিয়ে,
কত কথা বলবে লোকে তোমার কর্ম নিয়ে।
শেষ বিদায়ে পড়ে যাবে কান্নাকাটির রোল,
মুনাজাতে চাইবে ক্ষমা যা করেছো ভুল।
চিরস্থায়ী ঠিকানা হবে তোমার ঐ কবর,
কেউ কোনদিন পারবে না নিতে তোমার কোন খবর।
তোমার বিচরণ ছিল সারাটা ঘর জুড়ে,
আর কখনও পাবে না তোমায় সারা দুনিয়া ঘুরে।
তোমার শূন্যতা তোমার পরিবার হাড়ে হাড়ে টের পাবে,
মাঝে মাঝে জিয়ারতে তোমার কবরের পাশে যাবে।
স্মৃতিচারণ করবে তোমার পরিবারের সবাই মিলে,
বেঁচে থাকতে তাদের জন্য তুমি কি ছিলে?