কদরের তালাশে যদি রাত কাটে তোমার মোনাজাতে,
জাহান্নাম থেকে মুক্তি পেতে পারো তুমি আখিরাতে।
কদরের রাতে নাযিল হয়েছে পবিত্র কুরআন,
সারাবিশ্বের মুসলিম করে যায় তাই এ রাতের সন্ধান।
হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ লাইলাতুল কদরের রাত,
ক্ষমা পেতে বান্দা তাই মোনাজাতে তুলে দুই হাত।
শয়তান এ রাতে কাউকে পারেনা করতে রুগ্ন,
অতীতের সব গুনাহ মাফে মহিমান্বিত এ রাতে ইবাদতে হও মগ্ন।
রমজানের শেষ দশকের প্রতি মুহূর্ত অনেক বেশি দামী,
লাইলাতুল কদরের উছিলায় সমস্ত গুনাহ ক্ষমা করো হে অন্তর্যামী।
জিকির,দরুদ,নফল নামাজ, কুরআন তিলাওয়াতে থাকো মশগুল,
ক্ষমা চাও আল্লাহর কাছে জীবনে যা করেছো ভুল।
খোদার মাগফিরাতে নিজেকে করো সিক্ত,
যদিও তুমি হয়ে থাকো সব হারিয়ে নিঃস্ব ও রিক্ত।