চিন্তার দুয়ার খোলে,হৃদয়ের জানালা মেলে,
শব্দ ও ছন্দেরা লুকোচুরি খেলে।
মনের মাধুরী মিশিয়ে,শব্দের জলে ডুবে
কবিতার শুরু হয় সবে।
কলম হাতে পেলেই , শব্দের কাটাকাটি,
ছন্দের মাখামাখি,শুরু হয় লেখালেখি।
ভাবনা নিয়ে যাই ঘুমাতে
ঘুমের মাঝে শব্দ ভাসে,
ছন্দেরা সব মুচকি হাসে
কথার মালা চায় পরাতে।
ছায়ার মতো শব্দ,সঙ্গী আমার এখন,
ভাবনাগুলো ঊঁকি দেয় যখন তখন।
ভাবনাগুলো মাথার ভিতর সারাক্ষণ ঘুরপাক খায়,
ভাবনার মেলায়,শব্দের খেলায় অবিরাম কবিতা লিখে যাই।
কত কথা মনে আসে
কত স্মৃতি চোখে ভাসে,
ভাবনা নদীর ভেলায় ভেসে
আমার কবিতারা সব উঠে হেসে।