কতটা দুঃখ তুমি পেয়েছো যে কবি হতে যাও,
কতটা কষ্ট পেয়েছো যে যশস্বী হতে চাও?
হৃদয়ের জমিতে কতটা রক্তক্ষরণ হলে শব্দের চাষ হয়?
কতটা আঘাত পেলে ছন্দ কবিতা হয়ে রয়?
কতটা চোখের জল ফেললে শব্দের জমি হয় উর্বর,
কতটুকু ব্যথা হৃদয় পেলে কথার মালা হয় সুন্দর?
দুঃখ-কষ্ট ছাড়া নাকি কবি হওয়া যায় না,
তাইতো এজীবনে আমি আর সুখ পেতে চাই না।
আমি দুঃখের ফেরিওয়ালা দুঃখ কিনতে চাই,
বিনিময়ে যেন,ভালো একটি কবিতা লিখতে পাই।
আমি লিখতে চাই বাংলার রুপ জীবনানন্দের মতো,
সবুজ বাংলার প্রকৃতিতে নৈস্বর্গ আছে যতো।
আমি লিখতে চাই নজরুলের মতো প্রতিবাদী সুর,
আমার লেখায় আসে যেন নতুন দিনের ভোর।
থাকব আমি কবিতা কুটিরে করব শব্দের চাষ,
যতদিন থাকব বেঁচে,দেহে থাকবে শ্বাস।
আমি থাকতে চাই কবিতা কুটিরে শব্দ শ্রমিক হয়ে,
আমার কথার নদী যতদিন যাবে বয়ে।