থাকবো না কেউ  চিরদিন এই পৃথিবীতে,
নিতে হবে চিরবিদায় পরজনমের পথে।
পরে রবে সব স্মৃতি সব মায়া,
রাখবে না কেউ মনে।
রেখে দেবে মোর সবাই মিলে
কবরের গভীর অন্ধকারে,
সব স্মৃতি মোর মিলিয়ে যাবে
কয়েকটা দিন পরে।
যত পারো ভুলে যেও
যত ব্যথা দিয়েছি ক্ষমা করে দিও
ফেলোনা কভু দুফোটা অশ্রু
ভিজিওনা তোমাদের বুকের পাঁজর।
চলেছি,ভুলে যেও আমার স্মৃতি হাসি মুখে
কেঁদোনা ,চেয়ে রবে শুধু অশ্রু সজল চোখে,
যেদিন আমি বিদায় নেব পর জনমের পথে
পৃথিবীর কোন বাঁধাই সেদিন
রাখিতে পারিবে না হায়।
থাকবো না কেউ  চিরদিন
যেতেই হবে একদিন
অনেক দূরে অসীম নীলিমায়।
এ পৃথিবীতে কেউ কারও নয়,
মাঝে মাঝে সবিস্ময়ে মনে হয়।