বিশ্বময় এক অশনি সংকেত
মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে লাগামহীন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সীমাহীন
মিছিল, মির্টিং, হরতাল, অবরোধ, গুম, খুন, মসনদের টানাটানিতে-
হাট বাজার, অফিস, আদালত, মসজিদ, মন্দির, গীর্জা, মাহফিল,পাঠশালা,
কোথাও কোন শান্তি নেই, সর্বত্র অস্বস্তি, অস্থিরতা।


তবুও কিছুটা স্বস্তি পাই
যখন মনে হয়-
কচি লেবু পাতার মতো তোমাকে একটু ছুঁই,
খানিকটা আমার নাকে লাগাই,
ঠোটে লাগাই, চোখে লাগাই, আমার মুখে লাগাই।
ডাল থেকে ছিড়ে নিয়ে তোমার চুলের ঘ্রাণ শুকি!


তবুও কিছুটা শান্তি পাই
যখন-
তোমার পাশাপাশি পথ চলি
আর চলতি পথে হঠাৎ ওড়না পড়ে গেলে
তুমি কিছুটা বিব্রত হও, বুকের কাপড় ঘুচাও
হালকা গোলাফী ওড়নায় বুক ঢাকো।
খানিকটা আমি বাকরুদ্ধ,
যেন এলোমেলো লাগে !