আমার ভোরে ওঠা উচিত ছিল
খুব ভোরে-
যখন শিশিরের ফোটাগুলো টিনের চালে টুপ টুপ শব্দ করে পড়ে।
দিগন্তরেখার খুব কাছে থাকে হালকা লাল আভার সূর্যটা।
যখন অজস্র শেফালী ফুল মাটিতে তারার মতো ছড়িয়ে থাকে।


আমার ভোরে ওঠা উচিত ছিল
যখন চারদিকে নির্জনতা, পাখির ডাকে ঘুমভাঙে,
অনুভূতির পায়ে হেঁটে নির্মল হাওয়ায় ভেসে বেড়ায় কবিরা।


আমার ভোরে ওঠা উচিত ছিল
যখন মুয়াজ্জিনের সুমধুর আযানের ধ্বনিতে জেগে ওঠে সকল মাখলুক
ইবাদতে মগ্ন হয় পবিত্রতায়।


আমার ভোরে ওঠা উচিত ছিল
যখন শতশত পাখি কূল কিচির মিচির শব্দে উদ্বেলিত হয়
সমস্ত আবেগ দিয়ে তার বরকে ডাকে।


আমার ভোরে ওঠা উচিত ছিল
খুব ভোরে -
যখন মহান রব ডেকে বলে
কে আছো আমার কাছে চাও!
তোমার কী প্রয়োজন?
যদি ওঠতাম-
মহান প্রভুর দিদার পেতাম!