আমি আত্মনির্ভরশীল ছিলাম
তবুও আভিজাত্যের বিতর্কে তোমার কাছে হেরে গেলাম,
আর তুমি মুখ ফিরিয়ে নিলে!


আমার মনে আছে
সে দিন অনেকগুলো কষ্ট  আমাকে একযোগে ধাওয়া করে
তারা আমাকে হত্যা করতে চেয়েছিল-নিষ্ঠুর হত্যাকান্ড!
হয়ত অল্পের জন্য বেচে গেছি।
আমি আহত -মর্মাহত, ক্ষত-বিক্ষত শরীরে
ফেরারীর মতো বিম্ময়ে হতবিহ্বল দৃষ্টিতে আকাশের দিকে তাকাই-
দেখি তারার চোখে জল!


আমার ঠিক মনে পড়ে
আমার হাতে কোন রুমাল ছিলনা, কোন টিস্যুও ছিলনা,
চোখ মোছার মতো।
সে দিন ফুঁফিয়ে ফুঁফিয়ে আমার দু চোখ বেয়ে নেমেছিল জলের ধারা
যেন চোখের নালীতে পাতাল আছে!
আমি কছলিয়ে কছলিয়ে খালি হাতে চোখ মুছেছি।
দু-চোখ  লাল রক্ত বর্ণ হয়ে ওঠে!


আজ কেন জানি মনে হয়
তোমাকে ঘৃণা করা প্রয়োজন ছিল কিন্তু
আমি অনেক ভেবেছি; পারিনি!
ক্ষমা করে দিও।