শরৎ ভেলার দিয়ে বিদায়
আই হেমন্ত সুর নীলিমায়
রঙ্ বেরঙের পালে ভেসে
বালক রবি উঠবে হেসে
গন্ধরাজের গন্ধ মেখে
ঝড়বে শিউলি ভোরের বুকে
স্নেহের হাতে হিম কুয়াশা
ভাঙাবে ঘুম মন খোলাসা
শিশির ঘাসের হিমেল স্বাদে
ঝড়বে পাতা সুখ আহ্লাদে
মৌ গুণ গুণ গুঞ্জরণে
লুটবে মধু পুষ্প বনে
রসের হাড়ি খেজুর গাছে
ছেলে বুড়ো ঘুরবে পাছে
ঘুঘুর ডাকে বাড়বে বেলা
নীল আকাশে চিলের খেলা
আলতা রাঙা সাঁঝ আকাশে
বাজবে সানাই প্রেম বাতাসে
নবান্নের ধান উঠবে ঘরে
আল্পনা রঙ্ লাগবে দোরে
ঝোলা গুড়ের নলেন পায়েশ
মিস্টি সন্দেশ করব আয়েশ।